Did you find your products? Enter your desired keyword and hit enter!
FAQs - Frequently asked questions
Ali2BD হোলসেল কি?
Ali2BD হোলসেল চায়নার হোলসেল সাপ্লায়ারের সাথে সরাসরি কানেক্টেড একটি প্লাটফর্ম, যেখানে প্রায় দুই লক্ষের অধিক হোলসেল সাপ্লায়ার এবং ৫ কোটির অধিক পণ্যের সমাহার রয়েছে । যেখানে আপনি খুব সহজেই হোলসেল প্রোডাক্টের এলসি , ভ্যাট, ট্যাক্স কিংবা Import লাইসেন্স ছাড়াই হোম ডেলিভারি নিতে পারবেন।
কেন Ali2BD হোলসেল কে বেছে নিবো হোলসেল প্রোডাক্ট পারচেসের জন্য?
Ali2BD ২০১৭ থেকে পরিচালিত চায়নার সাথে কানেক্টেড সব থেকে বড় শপিং এন্ড শিপিং প্ল্যাটফর্ম। Ali2BD প্রায় ছয় বছর যাবত সবথেকে বিশস্থতার সাথে পরিচালিত প্ল্যাটফর্ম।
প্রায় ২.৫ লক্ষের অধিক প্রোডাক্ট প্রসেস করার প্রফেশনাল অভিজ্ঞতা এবং বিশস্থতার জায়গায় Ali2BD আপনাকে দিচ্ছে ১০০% ভরসা । এছাড়া Ali2BD এর প্রফেশনাল অভিজ্ঞ সাপোর্ট টিম , পারচেস টিম , শিপিং এবং লজিস্টিক টিম এবং ১০০% ওয়েবসাইট অ্যাপ ওরিয়েন্টেড সার্ভিস আপনাকে দিবে ঝামেলা মুক্ত বিজনেসের প্রশান্তি ।
হাতের মুঠোয় চায়নার সকল হোলসেল সাপ্লায়ার, সেম প্রোডাক্টের অনেক সেলার , দেখে বুঝে কিনার সকল রকম সুবিধা,থাকছে কিওয়ার্ড সার্চ, ফিল্টার এবং উন্নত ইমেজ সার্চ সুবিধা। আর কোন অসুবিধা থাকলেই সরাসরি অফিস ভিজিটে সমাধানের সহজ উপায়। এখন বলুন কেন নয় Ali2BD !!!!
Ali2BD হোলসেলে মিনিমাম এবং মাক্সিমাম অর্ডার লিমিট কত?
মিনিমাম প্রতি লিঙ্ক থেকে ১৫০০ টাকার প্রোডাক্ট পারচেস করতে হবে, ম্যাক্সিমাম কোন লিমিট নেই ।
হোলসেল পণ্যের শিপিং কোন মাধ্যমে করা হবে?এবং শিপিং টাইম কতদিন?
Ali2BD হোলসেলের সকল প্রোডাক্ট আমাদের নিজস্ব শিপিং মেথড MoveOn-Ship for me বাই এয়ার এর মাধ্যমে করা হবে । সাধারণত MoveOn-Ship for me এর মাধ্যমে চায়না থেকে প্রতি সপ্তাহে শিপমেন্ট হয়ে থাকে, শিপমেন্ট প্রসেস শুরু হবার পর থেকে ৭ থেকে ১০ কর্মদিবসের মাঝে প্রোডাক্ট Ali2BD ওয়্যারহাউজে রিসিভ হয় । তাই পারচেস থেকে হোম ডেলিভারি পর্যন্ত ১৫ থেকে ২৫ দিন লাগবে। বিশেষ ছুটি, কাস্টমস জটিলতা, ইত্যাদি কারণে মাঝে মাঝে শিপিং টাইম অতিরিক্ত লাগতে পারে।
MoveOn-Ship for me এর শিপিং চার্জ কতো ? শিপিং এরপর কি ট্যাক্সে আলাদা পেমেন্ট করতে হবে?
MoveOn-Ship for me এর শিপিং চার্জ গণনা হয় প্রোডাক্টের ক্যাটেগরি এবং প্রোডাক্ট ওজনের উপর নির্ভর করে।প্রোডাক্ট ওজন ১থেকে ৫ কেজির নিচের এবং ৫ থেকে ১০০ কেজি এবং ১০০ থেকে তাঁর বেশি আলাদা চার্জ হয় । প্রোডাক্টের ক্যাটেগরি ব্যাটারি,লিকুইড, কপি আইটেম, CBM ইস্যু(যে প্রোডাক্টগুলো ওজন থেকে জায়গা বেশি নেয়), অতিরিক্ত ট্যাক্স প্রোডাক্ট কিংবা ৫ কেজির নিচে প্রোডাক্টে সাধারণত শিপিং চার্জ বেশি থাকে । শিপিং চার্জ কতো আসতে পারে ধারণা নিতে শিপিং ক্যালকুলেটর লিঙ্ক ভিজিট করুন।
https://moveon.com.bd/cost-calculator
না প্রোডাক্টের ওয়েট চার্জের মধ্যে কাস্টমস ট্যাক্স যুক্ত থাকে, তাই আলাদা কোন কাস্টমস ট্যাক্স আসবেনা।
Ali2BD এর হোলসেল পেমেন্ট কিভাবে, কতবার করতে হবে?
মূলত একটি প্রোডাক্টের টোটাল ৪ টা চার্জ হতে পারে ১.প্রোডাক্টের দাম ২.Domestic Delivery Charge(সাপ্লায়ার থেকে MoveOn চায়না ওয়্যারহাউজে আসার চার্জ) ৩.MoveOn-Ship for me এর শিপিং বা ওয়েট চার্জ ৪.Ali2BD ওয়্যারহাউজ থেকে হোম ডেলিভারি চার্জ ।
১ম চার্জটির অর্থাৎ প্রোডাক্টের দামের ফুল পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে । প্রোডাক্ট পারচেসের আগে ২য় চার্জটি যুক্ত হবে , চার্জ অতিরিক্ত হলে নোটিফিকেশন এবং মেইল করা হবে তখন আপনি কনফার্ম করলে প্রোডাক্ট পারচেস হবে নাহলে রিফান্ড করা হবে ওয়ালেটে ২৪ ঘণ্টার মাঝে ।
এরপর প্রোডাক্ট দেশে আসার পর কিংবা চায়না ওয়্যারহাউজ রিসিভঁ হবার সময় ওয়েট চার্জ আপডেট হবে, তখন ৩য় চার্জটি পেমেন্ট করে ডেলিভারি রিকুয়েস্ট দিতে হবে । ৪ নাম্বার চার্জ প্রোডাক্ট ডেলিভারি নিবার সময় পেমেন্ট করতে হবে । এই চার্জ গুলোর বাইরে আর কোন অতিরিক্ত চার্জ নেই ।
যদি আলাদা কোন চার্জ অ্যাড হবার সম্ভাবনা থাকে সেটি মেইল এবং নোটিফিকেশন দিয়ে জানানো হবে, তখন আপনি কনফার্ম করলে প্রোডাক্ট পারচেস হবে নাহলে রিফান্ড করা হবে ওয়ালেটে ২৪ ঘণ্টার মাঝে।
Ali2BD এর হোলসেল সার্ভিসটি কারা ব্যবহার করতে পারবে?
সকল প্রকার উদ্যোক্তা, যারা ফেসবুক কিংবা বিভিন্ন মার্কেটপ্লেস সেলার, ইকমার্স ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, কর্পোরেট প্রয়োজনীয় সামগ্রী, গ্রুপ প্রি অর্ডার ব্যবসায়ী, পেয়ার আপ গ্রুপ , আপনার প্রয়োজনে বেশি কিনার ইচ্ছা থাকলে আপনিও কিনতে পারবেন হোলসেল দামে ।
Ali2BD হোলসেল পণ্যের রিটার্ন ও রিফান্ড পলিসি কি?
Ali2BD হোলসেল পণ্যের কোন রিটার্ন সিস্টেম নেই ।তবে প্রোডাক্টের সমস্যা অনুসারে রিফান্ড করা হবে । কালার মিসম্যাচ, সাইজ মিসম্যাচ, ড্যামেজ প্রোডাক্ট ইত্যাদি কারণে রিফান্ড ক্লেইম করতে পারবেন Ali2BD হেল্প সেন্টার থেকে টিকেট ওপেন করে। MoveOn-Ship for me এর শিপিং চার্জ রিফান্ড করা হয়না।
কোন কোন দেশ থেকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে পারবো ?
বর্তমানে চায়না সাপ্লায়ার থেকেই হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন।
Ali2BD হোলসেল পণ্যের ট্র্যাকিং কোড পাবো কি?
প্রোডাক্ট পারচেস থেকে শুরু করে হোম ডেলিভারি পর্যন্ত সকল স্টেপে ট্র্যাকিং করতে পারবেন।
Ali2BD হোলসেল প্রোডাক্টের হোম ডেলিভারি থার্ড পার্টি কুরিয়ার কিংবা Ali2BD এর নিজস্ব মাধ্যমে দেয়া হবে , চাইলে আপনি অফিস পিকআপও নিতে পারবেন একদম ফ্রি।
Ali2BD হোলসেল সাপোর্ট কিভাবে পাবো?
সাপোর্টের জন্য আমাদের কল সেন্টারে কল করুন 09666783333(সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা), এছাড়া ইনবক্স করুন Ali2BD অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা Ali2BD ওয়েবসাইটের ইনবক্সে, থাকছে বিশেষ সার্ভিসের জন্য টিকেট সেন্টার https://help.ali2bd.com আরও বিশেষ সার্ভিস প্রয়োজন হলে সরাসরি আমাদের অফিস ভিজিট করুন ।
Ali2BD তে হোলসেল প্রোডাক্ট খুঁজব কিভাবে?
Ali2BD অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে সার্চবক্সে Keyword লিখে সার্চ করুন অথবা Wholesale ফিল্টারে ক্লিক করলেই পেয়ে যাবেন হোলসেল প্রোডাক্ট। ফিল্টার থেকে আরও স্পেসিফিক প্রয়োজন মার্ক করে আপনার প্রোডাক্ট খুঁজে বের করুন।
এছাড়া থাকছে Ali2BD Wholesale ইমেজ সার্চে প্রোডাক্ট বের করার বিশেষ সুবিধা যেখানে সেম প্রোডাক্টের অনেক সাপ্লায়ার পাবেন , এরপর প্রোডাক্ট ওপেন করে বিস্তারিত চেক করে , শিপিং ক্যাটেগরি সেট করে অ্যাড টু কার্ট করুন। সহজেই সোর্স করুন পাইকারি পণ্য Ali2BD এর সাথে।